নিজস্ব প্রতিবদক (ময়মনসিংহ):
বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
এতে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার
সভাপতি মো. বিল্লাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছোটন ভূঁইয়া শ্রাবনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুন্নাহার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দা রত্না আক্তার সুইটি, সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, সহ- প্রচার সম্পাদক মোশাররফ হোসেন রানাসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. বিল্লাল মিয়া উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বহিস্কৃত সভাপতি হাসান জামান সংগঠনের নাম ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে ফান্ড গঠন করার নাম করে সাধারণ সদস্যদের কাছ থেকে গোপনে টাকা হাতিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে গোপালগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সভাপতির কান পর্যন্ত পৌঁছায়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা কমিটি তদন্ত স্বাপেক্ষে সত্যতা প্রমাণিত হওয়ায় জেলা কমিটির মিটিংয়ের মাধ্যমে কাশিয়ানী উপজেলার হাসান জামানকে বহিস্কার করা হয়। পরবর্তীতে তার পদ ফিরে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে হুমকি দেন। কিন্তু এতে কোনভাবেই তার পদ ফিরে না পাওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নেতা রাজা ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে অপপ্রচার করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন- ‘অবিলম্বে রাজা ভাইয়ের বিরুদ্ধে তোলা এসব অপপ্রচার প্রত্যাহার না করলে আমরা সারা বাংলাদেশের বেকার মুক্তি পরিষদ কঠোর আন্দোলন শুরু করবো’।