বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ক্রোনী গ্রুপের চেয়ারম্যান সিআইপি এ.এইচ আসলাম সানী নিয়ে শিল্পমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের কারনে প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল করেছে বেলাব উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ (৩০ ডিসেম্বর) শনিবার সাড়ে আট টায় উপজেলার চর উজিলাব বাজারে উক্ত প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি উবায়দুল হক আলমের সভাপতিত্বে ও চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, বেলাব উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাসেল, উপজেলা মহিলা শ্রমিকলীগ সভাপতি রহিমা আক্তার(ময়ূরী), উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, সদস্য ইমতিয়াজ আহমেদ জয় প্রমুখ।
বক্তারা বলেন, এ.এইচ আসলাম সানী একজন সম্মানীত ব্যাক্তি, শিল্পমন্ত্রীর এমন বক্তব্যের কারনে বেলাব উপজেলা আওয়ামী লীগ আগামী ৭ তারিখ ব্যালটের মাধ্যমে তাকে অবাঞ্ছিত ঘোষনা করবে।
উল্লেখ্য আজ দুপুরে বেলাব উপজেলায় নির্বাচনী প্রচারনার সময় আসলাম সানী ও তার স্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্য করেন শিল্প মন্ত্রী। তিনি বলেন, আসলাম সানী তার গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায বেতন দিচ্ছে না। সানীকে আগে সাহেব বলতাম এখন থেকে তুই বলবো। তর মত ১০টা সানী আমি বেলাবতে বানাবো।