হারুন অর রশিদ,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে বিল্লাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে।পেশায় একজন কৃষক। সোমবার মুমূর্ষু অবস্থায় নরসিংদী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।
একই ঘটনায় তার স্ত্রী ও ভাইসহ পরিবারের আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। তাদের সবাইকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বিল্লাল হোসেনের সাথে প্রতিবেশি সোনালী মিয়ার ছেলে জুয়েল মিয়ার দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ সংক্রান্ত বিরোধ মিমাংসার লক্ষ্যে গত রবিবার দুপুরে এলাকায় উভয় পক্ষের লোকজনের মাঝে গ্রাম্য শালিস বসে।
পরে ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে প্রতিপক্ষের জুয়েলের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে বিল্লালের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বিল্লাল ও তার স্ত্রী শামিমা আক্তার, ভাই ডালিমের স্ত্রী জাহানারা ও ভাতিজা আনোয়ারকে লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করান।সোমবার আহত বিল্লাল হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা অব্যহত আছে।