বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রকৌশলী গোলাম সারওয়ার, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুজ্জামান, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাওসার কাজল, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।