নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে সাইদুল ইসলাম মিঠুৃন নামে এক প্রবাসীকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নিলক্ষীয়া’ ও গ্রামবাসী।
আজ (২০ অক্টোবর) শুক্রবার বেলা ১১টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর বিকালে নিলক্ষীয়া গ্রামের মৃত আ. রহমানের ছেলে প্রবাসী সাইদুল ইসলাম মিঠুন বাড়ির পাশে মরাখলা কাশবনের পাশে ঘুরতে যায়।
এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সল্লাবাদ ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার অনুফা বেগমের নেতৃত্বে তার ছেলে জাহিদ হোসেন জীবন, স্বামী আব্দুল সেলিম এবং দেবর আব্দুল হেলিম ও ভাসুর নান্নু মিয়া দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবাসী মিঠুনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে শুরুতর আহত করে।
এসময় মিঠুন মারা গেছে ভেবে তারা কাশবনে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় আহত মিঠুনকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হতে থাকলে মিঠুনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বর্তমানে মিঠুনের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় গত ৮ অক্টোবর প্রবাসী মিঠুনের বড় ভাই মো. রফিকুল ইসলাম ৮-১০ জনকে আসামী করে বেলাব থানায় একটি মামলা রুজু করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছে।
আহত মিঠুনের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, পূর্ব শক্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য অনুফা, তার স্বামী, দেবর, ভাসুর ও ছেলেকে নিয়ে আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনায় জড়িতরা যেন দৃষ্টান্তমূলক বিচার পায় সেজন্য মানববন্ধন করা হয়েছে।
সল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা অত্যান্ত খারাপ চরিত্রের মানুষ। প্রবাসি মিঠুনকে তারা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এসো গড়ি নিলক্ষীয়া সংগঠনের পক্ষ থেকে আহবায়ক ইব্রাহীম খলিল বলেন, প্রবাসী মিঠুনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারাত্মক ভাবে কুপিয়ে আহত করেছে। আমরা চাই এ ঘটনার সাথে যারা জড়িত তাদের যেন দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করা হয়।
এ ব্যাপারে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য বেলাব থানা পুলিশ চেষ্টা করছে।