
নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারীক মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ১০২ বছর।
গত বুধবার সকাল ৯ ঘটিকায় নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ৪ ছেলে ৪ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকাল ৫.৩০ মিনিটে চর আমলাব পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, দেওয়ানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে সবশেষ বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন ১৯৯২ সনে।