বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বেলাবতে মিছিলটি উপজেলার সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে সররবাদ – নারায়ণপুর বাজার রাস্তায় মশাল জ্বালিয়ে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
আজ সোমবার রাতে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকরা উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররবাদ – নারায়ণপুর বাজার রাস্তায় মশাল জ্বালিয়ে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন সল্লাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, বিএনপির নেতা মোঃ জোহান, আবুল বাশার, বুরুজ মিয়া, যুবদল নেতা খোকন মিয়া, শরিফ আহমেদ, মেহেদী হাসান, ইকবাল সরকার, শাহজালাল প্রমুখ।