১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| রাত ১:৪৫| শরৎকাল|

বেলাবতে বিলবোর্ড ছিঁড়ে ফেলায় থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪,
  • 64 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বেলাব সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম।

এ ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের ওই নেতা নারায়নপুর এলাকার নান্নু মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০), আলাউদ্দিনের ছেলে এ্যাপোলো (৪২), ছিদ্দিকুর রহমানের ছেলে রকি মিয়া (৩৩) ও আবদুল বারিকের ছেলে আশিক মিয়ার (৩২) নাম উল্লেখ করে বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে তারা সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত ১১ টায় নারায়ণপুর বাসস্ট্যান্ড নিউ টাউন মোড়ে আয়েশা ছিদ্দিকা নামে একটি রেস্টুরেন্টের সামনে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রকি মিয়া আওয়ামীলীগের ওই নেতার নারায়নপুর বাসষ্ট্যান্ডস্থ রেস্টুরেন্ট থেকে পাশের একটি বালুর মাঠে নিয়ে যায়।

এ সময় ওইখানে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ৪-৫জন তাকে মারধর করে। পরে
অভিযোগকারীর রেস্টুরেন্টের সামনে থাকা প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর ছবি সম্বলীত কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে এবং নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগকারী আওয়ামীলীগ নেতা খাইরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

অভিযুক্ত এ্যাপোলো বলেন, রকির সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির সময় আমি মিমাংসার লক্ষে তাদেরকে থামিয়ে দেই এবং উভয়কে শান্ত থাকার অনুরোধ করি। কিন্ত কেন আমার নামে থানায় অভিযোগ করেছে তা আমার জানা নাই।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ও অভিযুক্ত রকি মিয়ার ভাই সিদ্দিকুর হাসান জেকি বলেন, আমি যতটুকু জানি রুবেল খাইরুল ইসলামের কাছে ২০ হাজার টাকা পাওনা। এ নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছেঁড়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, এ ব্যাপারে আমরা অবগত নই।

বেলাব থানার উপ পরিদর্শক (এসআই) ও নারায়নপুর ইউনিয়নের বিট অফিসার মোঃ আঃ আজিজ আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ