আলমগীর পাঠান,বেলাব(নরসিংদী) প্রতিনিধি:নরসিংদীর বেলাবতে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এঁর কবর পাকাকরণ ও ফলক উন্মোচন করা হয়েছে।
আজ (১২ মে) শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার টান লক্ষীপুর শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর বাড়ি লাল সবুজ চেতনা সংসদ কর্তৃক আয়োজিত কবর পাকাকরণ ও ফলক উন্মোচন হয় করা হয়েছে।
বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ও নারায়নপুর রাবেয়া মহা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ পরিষদের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মো.খায়রুল বাকের। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্ণবাসন সংস্থার চেয়ারম্যান ও যুদ্ধকালীন এরিয়া কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ।
এছাড়া ও উপস্থিত ছিলেন লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ক্যাপ্টেন এম নুরুল আমিন(পি এসসি এনডিসি),বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম হাশেম উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর,নারায়ণ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল, লাল সবুজ চেতনা সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ’সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দ।