নরসিংদীর বেলাবোতে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন ভূইয়া, বারৈচা বাজার বণিক সমবায় সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির নেতা মশিউজ্জামান মশি, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাটসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, বিদ্যালয়টি সপ্তমবারের মতো বেলাবো উপজেলায় এসএসসি ফলাফলের দিক দিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে এবং নরসিংদী জেলায় চতুর্থ স্থান অর্জন করেছে এবং বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ সালে জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শিক্ষক বাতায়নে অগ্রগামী শিক্ষক নেতৃত্বে পদক গ্রহণ করেছে।
এবার এসএসসি পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।