বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অর্ধশতাধিক প্রকারের পিঠা নিয়ে করা এমন আয়োজনে দেখে মুগ্ধ রোগী ও রোগীর স্বজনরা।
গতকাল সন্ধ্যায় হাসপাতালের নিচতলায় তলায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মকর্তা ও কর্মচারীরা পিঠার পসরা সাজিয়ে বসেন।
সেমাই পিঠা, পান পিঠা, দুধরুটি, তালপিঠা, কুলিপিঠাসহ অর্ধশতাধিক প্রকারের পিঠা নিয়ে এ আয়োজন করা হয়।
এই উৎসবে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পিঠা তৈরি করে।
এইদিন রাতে বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. আল-আমিন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফুর রহমান সুমন, বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ শায়লা ফারজানা,বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সাহিদা আক্তার সিজাসহ রোগী ও রোগীর স্বজনরা পিঠা উৎসব পরিদর্শন করেন।
প্রথমবারের মতো ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তুষ্ট হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের চাকরিজীবীরা।
বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফুর রহমান সুমন বলেন, হাসপাতালে এই প্রথম এমন আয়োজন আমাদের খুব ভালো লেগেছে। পুরুষ সহকর্মীরা আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা নারীরা পিঠা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পিঠা তৈরি করেছে। খুবই আনন্দ করেছি আমরা।
হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর স্বজনরাও এমন আয়োজনে খুশি হয়েছেন। মাঝে মধ্যে এমন আয়োজন কর্মস্পৃহা বাড়ায়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করার আশা ব্যক্ত করেন তিনি।