বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার বেলাব উপজেলার কৃষক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ০৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নরসিংদী জেলা শাখার (ভারপ্রাপ্ত) আহবায়ক মো. শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন পর বেলাব উপজেলা শাখার কৃষকদলের কমিটি অনুমোদন দেওয়ায় সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা আনন্দিত।
পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন মো. সোহরাব হোসেন টিটু, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জামাল উদ্দিন মেম্বার, যুগ্ম আহবায়ক মো. সোহেল, মো. সাজ্জাদ হোসেন সৌরভ ও সদস্য সচিব মো. মোস্তফা কামাল মেম্বার।
কমিটি গঠনের পর আহবায়ক মো. সোহরাব হোসেন টিটু ও সদস্য সচিব মোস্তফা কামাল (মেম্বারের) নেতৃত্বে বারৈচা-বেলাব রোডের চর উজিলাব বাজারে একটি আনন্দ মিছিল বের করা হয়।