আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নরসিংদীর বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী শরিফ উদ্দিন খান মোমেন।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কাঁপ পিরিচ প্রতীকের সমর্থনে প্রচারণায় অংশ নিয়ে উপজেলার বেলাব বাজারে গণসংযোগ কর্মসূচি করেন।
এ সময় নরসিংদী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপন, বেলাব উপজেলা শ্রমিকলীগের সভাপতি রোকনুজ্জামান ভূইয়া সজলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী শরিফ উদ্দিন খান মোমেন বলেন, আমি উপজেলার মানুষের সুখে-দুঃখে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকব। আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করব।
এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন।বেলাব উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবো।
জানা যায়, বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান পদে আট জনএবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রতীক বরাদ্দের পর লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও কুশল বিনিময়সহ সমাবেশে জমজমাট হয়ে উঠেছে বেলাব উপজেলার বিভিন্ন এলাকা।