বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকীতে বোয়ালমারীতে দুই জায়গায় বিএনপির আলাদা কর্মসূচি করতে দেখা গেছে। একপক্ষে রয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর। অপরপক্ষে রয়েছে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
আজ মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫টার দিকে বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সঞ্জয় সাহা, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি প্রমুখ।
অপরদিকে মঙ্গলবার দুপুরে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর অসুস্থ্য থাকায় সভায় উপস্থিত হননি।
এ সময় হাসপাতাল রোডের শামসুদ্দিন মিয়া ঝুনুর বাড়িতে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জাকির শেখ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির সহসভাপতি সাইফুর রহমান, খান আতাউর রহমান, পৌর বিএনপির উপদেষ্টা ওয়াহিদুল আলম মৃধা মিন্টু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন, বোয়ালমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক বিশ্বজিৎ রাজবংশী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপু প্রমুখ।
বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।