আল মামুন টুটু, বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
অনলাইন জুয়ায় মেতেছে ব্রাহ্মণপাড়া উপজেলার তরুণরা। সম্প্রতি এ জুয়ার কারনে বেড়েছে অপরাধ মূলক কর্মকান্ড,বেড়েছে ছোটখাটো চুরি ছিনতাই। উপজেলার ৮ ইউনিয়নের বিশ থেকে পশ্চিশ পয়েন্টে তরুণ-তরুণীরা বিভিন্ন খেলা ও মোবাইলের মাধ্যমে এই অনলাইন জুয়া খেলে থাকেন। এ ছাড়াও অনেকে টিভিতে খেলার মাধ্যমে এই জুয়া খেলেন,কেউ কেউ বিভিন্ন চা দোকান, বাসাবাড়ি, মেস সহ বিভিন্ন পয়েন্টে খেলেন এ সব সর্বনাশী খেলা।
খবর নিয়ে জানাযায়,ব্রাহ্মণপাড়া সদর, চান্দলা, সিদলাই, মালাপাড়া, শশীদল, মাধবপুর, দুলালপুর ও সাহেবাবাদ ইউনিয়নের প্রায় ২০ পয়েন্ট সকাল থেকে শুরু করে মধ্যে রাত পর্যন্ত এ সব অনলাইন জুয়া উঠতি বয়সের ছেলে সহ ভিন্ন বয়সি মানুষ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনলাইন জুয়া খেলাছে।অনেক আবার বিভিন্ন চা দোকানে কেরামবোর্ডের মাধ্যমে জুয়া খেলে থাকেন।
অনলাইন জুয়ায় অনেকে একদিকে নিঃস্ব থেকে লাখপতি হয়েছে আবার অনেকে হয়েছে সর্বস্বান্ত।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়ায় জহির( হিজরা) বলেন, অনলাইনের মাধ্যমে জুয়া খেলে আজ আমি নিঃস্ব হয়েছি। একবছরে আমার প্রায় অধ কোটি টাকা লস হয়েছে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইন চার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এ অনলাইন জুয়া খেলার বিষয়টি আমি অবগত নই।তবে কেউ খেলে থাকলে আমরা অচিরেই তাদের লিফ্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।