কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অনলাইন নিউজ প্রোর্টাল প্রিয় কুমিল্লা নিউজের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে রশিদ মার্কেট নতুন ভবনের ৪র্থ তলায় এই কার্যালয় উদ্বোধন করা হয়।
প্রিয় কুমিল্লা নিউজের সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলয়ে আয়ারল্যান্ড ও প্রিয় কুমিল্লা নিউজের উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ আমির হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ব্রাহ্মণপাড়া – বুড়িচং সংবাদের সম্পাদক-প্রকাশক ও ব্রাহ্মণপাড়া পাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী জাকির খান সম্রাট, হাজী আরিফুল হক ভূইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লার সভাপতি তরিকুল ইসলাম তরুন, সাংবাদিক ইকবাল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আবদুল কুদ্দুস, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জমির হোসেন, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, শরাফ উদ্দিন সরকার, জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ সজিব সরকার আমান উল্লাহ ভূইয়া প্রমুখ।