নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নান্দাইল উপজেলা,পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একেএম শামসুল ইসলাম শামস এর তত্ত্বাবধানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি নান্দাইল সদরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল নতুন বাজার হয়ে নান্দাইল মধ্য বাজার প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল,উপজেলা বিএনপি নেতা আনোয়ার মাষ্টার, নজরুল ইসলাম ফকির, সিরাজুল ইসলাম সিরাজ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লব,নান্দাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা বাবু পল্লব রায়, যুবদলনেতা আকরাম হোসেন ফেরদৌস, সাবেক পৌর কাউন্সিল হাবিবুল্লাহ্ ওলী, আহসান উল্লাহ্ সহ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন- বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রগোষ্ঠী হামলা চালিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে।
এসময় বিক্ষোভ মিছিলে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌর সভার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।