ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজ্বী আব্দুর রহমান ফকির, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম মিলিটারি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসিনা বানু প্রমূখ।
এছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।