মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুয়া ডিজিএফআইয়ের পরিচালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার নামোশংকরবাটি গ্রামের মোঃ এনামুল হকের ছেলে মোঃ সেরাজুল ইসলাম (৫৫) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তরমল্লিকপুর গ্রামের মোঃ খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫২)।
জানা যায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নাচোল শাখায় ভুয়া ডিজিএফআই মোঃ সেরাজুল ইসলাম, কৃষি ব্যাংকের ম্যানেজার মোঃ আলমগীর হোসেনকে ১০ লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য বিভিন্ন ভাবে কথা বলে।
এক পর্যায়ে সেরাজুল ইসলাম নিজেকে ডি, জি, এফ, আই, এর ডাইরেক্টর পরিচয় দিয়ে চাপ দেয়।
এমতবস্থায় ব্যাংক ম্যানেজার আলমগীর হোসেনের সন্দেহ হয়। সন্দেহাতিকভাবে নাচোল থানা পুলিশকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন নাচোল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিজি এফ আই পরিচয়দানকারী মোঃ সেরাজুল ইসলাম কে জিজ্ঞাসাবাদ করলে সেরাজুল সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে নাচোল থানায় মামলা প্রক্রিয়াধীন।