
ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ–আঠারবাড়ী ১৫ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় চার বছর ধরে বন্ধ রয়েছে। ১১৫ কোটি টাকার এই প্রকল্পের সুফল আটকে আছে পৌর এলাকার মাত্র তিন কিলোমিটার অংশে।
ওই অংশের বেহাল সড়কই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র পথ। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ অবস্থায় দ্রুত জটিলতা নিরসন ও সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ (০৮ অক্টোবর) বুধবার ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের ওপর অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের কাজ শুরু হয় ২০২০ সালের মার্চে। সে বছর ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। ১১৫ কোটি ৫৯ লাখ টাকার রাস্তাটির কাজ ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় আড়াই কিলোমিটার অংশ অধিগ্রহণ না করায় আটকে আছে।
পৌর এলাকায় সড়কের দুই পাশে বাসা-দোকানপাটের মালিকদের কেউ অধিগ্রহণের টাকা ছাড়া জমি ছাড়তে চাইছেন না। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। সড়কের কাজ বন্ধ থাকায় ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে পৌর এলাকা ছাড়াও উপজেলার সোহাগী ইউনিয়নের কিছু অংশেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশ নেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহব্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, আব্দুল্লাহ আল-মামুন খোকন, সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু।
পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, সদস্য সচিব নূরে আলম ঝিকু, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
স্থানীয় একসধিক অটোরিকশা বলেন, এই সড়কের বেহাল দশার কারণে প্রতিদিন মানুষের জীবন বিপন্ন হচ্ছে। গাড়ি ও অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনা অহরহ ঘটছে, অনেক যাত্রী আহত হচ্ছে। রাতে এই রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
আমরা বহুবার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু কাজ শুরু হয়নি। যদি দ্রুত সংস্কার না করা হয়, তবে শুধু দুর্ভোগ নয়, মানুষের প্রাণহানিও অচিরেই ঘটতে পারে।
মানববন্ধনের সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। অসংখ্য রোগী হাসপাতালে চিকিৎসা নিতে যায়। তাই দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানাচ্ছি।
সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত এই সড়কের বেহাল দশার কারণে অসংখ্য রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছে। দলমত নির্বিশেষে জনস্বার্থে আজ সবাই মানববন্ধনে সমবেত হয়েছি।
যদি আগামী সাত দিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু করা না হয়, তাহলে আমরা জনগণকে সাথে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
এ প্রসঙ্গে জানতে চাইলে সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস ছালাম সমকালকে বলেন, ইতোমধ্যে ৮ ধারা নোটিশ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর হয়ে গেলেই আগামী সপ্তাহের মধ্যেই জমির মালিকদের কাছে নোটিশ পৌঁছানো। এরপর জমির মালিকগণ প্রয়োজনীয় কাগজপাতি জমা দিলেই দ্রুত সময়ের মধ্যেই টাকা উত্তোলন করতে পারবে। এরপর দ্রুত সড়কের কাজ শুরু হবে।