ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২২-২০২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পর আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ মে) সকাল ১১টার সময় ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা চত্তরে ৩ দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া খাতুন, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) হাসিনা মমতাজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, রওশন আরা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ ফেরদৌসী, তনুশ্রী দেবনাথ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা সুলতানা পলি।