কিশোরগঞ্জের ভৈরবে আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্সের বার্ষিক কনফারেন্স এন্ড সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের ভৈরব প্যালেসে আয়োজিত বার্ষিক কনফারেন্স এন্ড সেলিব্রেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মো: আরিফুল ইসলাম।
এসময় আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের ভৈরব ব্রাঞ্চের ম্যানেজার ফারুক হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্সের ডিএমডি (ট্রেনিং) সাজেদুল বারি, কনসালটেন্ট নূরুল আমিন চৌধুরী আমান, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখায় সাধারণ সম্পাদক মো: আলাল উদ্দিন, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তানভীর আহমেদ, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির সভাপতি মো: আল আমিন প্রমুখ।
এসময় আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্সের ভৈরব ব্রাঞ্চের বীমা গ্রাহকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রত্যাকটি মানুষের আর্থিক নিরাপত্তার জন্য ইন্সুইরেন্স করা খুবই জরুরি। জীবন বীমা শুধু মৃত্যুঝুঁকি নয়, শারিরীক অঙ্গহানির ঝুঁকিও বহন করে। তাই সবারই উচিত ভবিষ্যতে ফ্যামেলির আর্থিক নিরাপত্তার জীবন বীমা সহ অন্যান্য বীমা করা।