কিশোরগঞ্জের ভৈরবে ১০ই মহরম আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের তাতারকান্দি হোসাইনী মঞ্জিল থেকে বের হয়ে জগন্নাথপুর অতিক্রম করে লক্ষ্মীপুর অস্থায়ী কারবালা মাঠে গিয়ে শেষ হয়।
আজ রোববার বিকেল ৩টায় তাজিয়া মিছিল নিয়ে কারবালা মাঠে যায় হুসাইনীয় ভক্তবৃন্দ।
এছাড়াও শম্ভুপুর, লক্ষ্মীপুর ও পঞ্চবটি এলাকা থেকে পৃথক পৃথকভাবে তাজিয়া মিছিল বের। তাতারকান্দি মহরম উদযাপন কমিটির সভাপতি মহি উদ্দিন জানান, মহরম উপলক্ষে কালো পোষাক পরিধানের মাধ্যমে শোক প্রকাশ করা হয়।
পরে মঞ্জিলসহ দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি দিয়ে তাজিয়া মিছিল সাজানো হয়। এদিকে তাজিয়া মিছিল দেখতে হাজার হাজার নারী-পুরুষ ও তরুণ-তরুণী সড়কের দু’পাশে ভিড় করে। যা ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে বিশেষ ফজিলতের আশায় অনেক ধর্মপ্রাণ মুসলমান এই দিনে রোজা পালন করেন।