কিশোরগঞ্জের ভৈরবে ইসকনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সাম্প্রদায়িক দাঙ্গা ও মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে আজ বুধবার বিকালে দুর্জয়মোড়ে নুরানী মসজিদের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
ঘন্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, মুফতি রাফিউজ্জামান রাফি, মাওলানা সাইফুল ইসলাম সাহেদ প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, দেশে নতুন করে চক্রান্ত করার পায়তারা চলছে। বাংলাদেশের মুসলমানরা সবসময় সহানুভূতিশীল, তারা কখনোই অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করেনা। সারা বিশ্ব দেখেছে ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর বিভিন্ন মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা সারারাত মন্দির পাহাড়া দিয়েছে।
এসময় তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত বিচারসহ ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানান।
সমাবেশ শেষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বিদেহী আত্বার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।