জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জর ভৈরবে কাভার্ড ভ্যান চাপায় ইয়াছিন (২২) নামে একজন নিহত হয়েছে। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের মৃত তোতা মিয়ার ছেলে। সে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করত।
আজ দুপুর আড়াইটার সময় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, আজ সকালে সে বাসা থেকে বেরিয়ে কাজের উদ্দ্যেশ্যে রওনা দেয়। দুপুর তিনটার সময় আমরা খবর পাই সে গাজিরটেক এলাকায় দূর্ঘটনায় মারা গেছে। ইয়াছিন মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জ অভিমুখে যাচ্ছিল। গত দেড় মাস পুর্বে সে বিয়ে করেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা আসি। তবে কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।