
কিশোরগঞ্জের ভৈরবে গণঅধিকার পরিষদ ভৈরব উপজেলার পক্ষ থেকে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ভৈরব উপজেলা শাখার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক।
গণঅধিকার পরিষদ নেতা বিন ইয়ামিন সরকার জুনাঈদ ও মোহাম্মদ আবিরের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল হোসেন জীবন যুগ্ন সম্পাদক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা শাখার যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদ সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, ভৈরব উপজেলা শাখার যুব অধিকার পরিষদ সভাপতি অন্তর মিয়া, সাধারণ সম্পাদক আকাশ মিয়া।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি ভৈরব উপজেলা শাখার নায়েবে আমির মাহবুব উল্লাহ মুছা, ভৈরব পৌর বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জাতীয় নাগরিক পার্টি উপজেলা শাখার প্রতিনিধি শরিফুল হক জয়, পৌর শ্রমিকদল সভাপতি সিয়াম মিয়া ইমাম উলামা পরিষদ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি আল আমিন, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল, ইসলামি আন্দোলন ভৈরব শাখার সভাপতি মুছা খান প্রমুখ। এছাড়াও সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ বছর পর মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। আজ দেশ স্বাধীন হয়েছে৷ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের পক্ষে কথা বলার নেতা তৈরি করবেন।