মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ভৈরব উপজেলা শাখা ও মুফতি আত তাহেরীর ভক্তরা।
আজ ২৩ ডিসেম্বর, সোমবার বেলা ১১টায় ভৈরব বাজারস্থ পৌর শহীদ মিনারে সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ভৈরব উপজেলার যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব: ছাত্রনেতা মোজাক্কের হোসাইনের সঞ্চালনায় ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, খাজা বাবা আশেকান ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলার সভাপতি মাওলানা খন্দকার দীন ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কিশোরগঞ্জ জেলার আহবায়ক ছাত্রনেতা তফসিরুল ইসলাম হানাফি, মাওলানা পীর মুফতি জসীম উদ্দিন মোজাহেদী প্রমুখ।
বক্তারা বলেন, মুফতি আত তাহেরী একজন প্রশাসন বান্ধব মানুষ।
তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে তারা দাবী করে মামলা প্রত্যাহারের দাবি জানান।
তারা বলেন, দ্রুত মুফতি আত তাহেরীর বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কেন্দ্রীয় নির্দেশে সকল কর্মসূচী পালন করবে।