ভৈরব পৌর শহরের ভৈরব বাজারের ছবিঘর শপিং কমপ্লেক্স এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর রাত ৯টায় মার্কেট চত্বরে সভাটির আয়োজন করা হয়।
আলোচনা সভায় মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, মার্কেট কমিটির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, ধর্মবিষয়ক জাহাঙ্গির আলম, ব্যবসায়ী জুয়েল মিয়া, লীল মিয়া, মুখলেছুর রহমান, শাহিদুর রহমান, অলক দেবনাথ, মুস্তাফিজুর রহমান সোহাগ, শওকত আলী তুহিন ও লিটন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, ছবিঘর শপিং কমপ্লেক্সের সাবেক কোষাধ্যক্ষ কাউসার মিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি মার্কেট পরিচালনা করতে প্রথম কাজ হলো ঐক্যবদ্ধ থাকা।
যে কোন প্রতিকূলতা মোকাবেলা করতে হলে কমিটিকে আন্তরিকতার সাথে ঐক্যতা রক্ষা করতে হবে। বিগত কমিটির অনেক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। সেই সাথে অনেক ব্যবসায়ী মার্কেট ছেড়ে চলে গেছে। এসময় বক্তারা নতুন কমিটি করে মার্কেটের পরিবেশগত উন্নয়ন।
অনেকাংশ দোকান যেন বন্ধ না রাখে। মার্কেটের পরিচ্ছন্নতা রক্ষা ও শপিং কমপ্লেক্সকে আলোকিত করে রাখার দাবি জানান। বক্তারা আরো বলেন, মার্কেটের ব্যবসাকে টিকিয়ে রাখতে পণ্যের মান উন্নয়নের নজর দিতে হবে।
গ্রাহকদের সাথে সাবলীলভাবে আচরণ করতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে। আলোচনা শেষে শপিং কমপ্লেক্সের প্রতিষ্ঠাকালীন চারজন ব্যবসায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও কেক কাটা, দোয়া ও প্রীতিভোজের মাধ্যমে মিলন মেলার সমাপ্তি ঘটে।