জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বগির দরজা খুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসি শাওন ১৯ নামে ১ যুবককে আটক করে রেলওয়ে পুলিশে সোপর্দ করেছে।
গতকাল রাত আনুমানিক নয়টার সময় কাঠেরপুল এলাকায় ঐ যুবককে অটক করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে নিরাপত্বাবাহিনীর এস আই এস.এম তাজবীর বাদী হয়ে মামলা দায়ের করেছে। আটককৃত যুবক শাওন জগন্নাথপুর এলাকার ইউনুছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রুবেল মিয়ার ছেলে।
এলাকাবাসি বলেন, এখানে কোন পুলিশ ডিউটি না করায় ক্ষতিগ্রস্থ বগির মুল্যবান যন্ত্রাংশ দুস্কৃতকারিরা খুলে নিয়ে যাচ্ছে। বগিগুলো রাস্তার উপর রাখায় মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। রাস্তা বন্ধ থাকায় রেল লাইন ধরে চলাচল করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঝুঁকিও রয়েছে।
এলাকাবাসি বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষনাবেক্ষনের জন্য ঘটনাস্থলে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় প্রতিদিনই মাদক সেবি ও অজ্ঞাত লোকজন বিভিন্ন যন্ত্রাংশ খূলে নিয়ে যাচ্ছে। কিছু দুস্কৃতিকারিরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত ট্রেনের বগির লোহার মালামাল চুরি করে নিয়ে স্থানীয় পুরাতন লোহালক্করের দোকানগুলোতে বিক্রি করে তাদের অর্থের যোগান দিচ্ছে। মুল্যবান যন্ত্রাংশগুলো মাত্র ৭০টাকা থেকে ৮০ টাকা কেজি বিক্রি করছে। রাষ্ট্রিয় সম্পদগুলো রক্ষানাবেক্ষনে রেলওয়ে পুলিশ এগিয়ে আসবে এটি প্রত্যাশা স্থানিয়দের ।
ভৈরব রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইউছুফ আলী বলেন, ক্ষতিগ্রস্থ বগির মালামাল রক্ষনাবেক্ষনের জন্য আমরা নিরাপত্বা বাহিনীকে মেমো দিয়েছি ঐখানে নিয়মিত ডিউটি করার জন্য। কিন্তু তাদের লোকবল সংকট থাকার কারণে নিয়মিত ডিউটি করতে পারছেনা বলে জানান নিরপত্বাবাহিনীর এস আই এস.এম তাজবীর। ফলে বগির কিছু মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটছে।
ভৈরব রেলওয়ে থানার মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, ক্ষতিগ্রস্থ বগির দরজা চুরির ঘটনায় একজন আটক আছে। এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর এস আই এস.এম তাজবীর বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা তদন্ত করে চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভৈরব রেলওয়ে নিরাপত্ববাহিনীর এস আইএস এম তাজবীরের সাথে কথা হলে জানান, গতকাল ক্ষতিগ্রস্থ বগির দরজা খুলে নিয়ে যাওয়ার যাওয়ার শাওন নামে একজনকে আটক করা হয়েছে। চুরির ঘটনায় মামলা দায়ের করেছি। মামলাটি রেলওয়ে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।