কিশোরগঞ্জের ভৈরবে ৩টি খাদ্য দ্রব্য উৎপাদন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভৈরবপুর উত্তর পাড়া, স্টেডিয়াম পাড়া এলাকা ও ঘোড়াকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন, র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ জেলা আনসার ব্যাটেলিয়ান ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলের জন্য বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবে বিভিন্ন খাদ্য দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর ও শ্বেতশ্বেতে পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় পৌর শহরের কমলপুর এলাকার বুশরা ফুড প্রোডাক্টসকে নকল পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠান মালিক আব্দুল কাদিরকে ১ লক্ষ টাকা, স্টেডিয়াম সংলগ্ন এলাকার চাঁদনী বেকারিকে মেয়াদোত্তীর্ণ, শ্বেতশ্বেতে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠান মালিক দুলাল মিয়াকে ১ লক্ষ টাকা, ভৈরবপুর ঘোড়াকান্দা নতুনহাটি এলাকার মালেক ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজ পত্র না দেখানোর দায়ে প্রতিষ্ঠান মালিক গোলাম রহমানকে দুই লক্ষ টাকাসহ মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।