এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে নানা আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ভৈরব রাজকাচারী মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়।
পরে ভৈরব বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনাসভা, কেক কাটা, খাবার বিতরণ ও নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হেকিম রায়হানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা সাখাওয়াত হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আফজাল হোসেন জামালের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারন সম্পাদক রাকিব রায়হানসহ স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।