জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে উৎসবমুখর পরিবেশে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১ টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যায়যায়দিন পত্রিকার ভৈরব প্রতিনিধি অধ্যাপক সত্যজিৎ দাসের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ও পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জান ফারুক, ভৈরব রিপোটার্স ক্লাব ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সুমন মোল্লা, দৈনিক পুর্বকন্ঠ সম্পাদক সোহেল সাশ্রু ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক এবং ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ আলাল উদ্দিন, ইত্তেফাক ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান মোল্লা, ভৈরব রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি এম আর সোহেল, কালের কন্ঠ ও বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, নবীনগরের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নাথ দেব অপু, সাংবাদিক বিল্লাল হোসেন মোল্লা, আব্দুর রউফ,আক্তার হোসেন, কাজী মাসুম, নজরুল ইসলাম রিপন, জি টিভির প্রতিনিধি এম এ হালিম, এশিয়ান টিভির প্রতিনিধি আলহাজ্ব সজিব আহমেদ, মোহনা টিভির প্রতিনিধি জামাল আহমেদ, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির যুগ্ম সম্পাদক এম আর রুবেল, মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জ ই পরশ, অর্থ সম্পাদক শামীম, মিলাদ হোসেন অপু, আফসার হোসেন তুর্য ও নাজির আহমেদ আলামিন প্রমুখ।
এসময় ভৈরবের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টাল এর সাংবাদিক, পত্রিকার পাঠক, শুভানূধ্যায়ী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক যায় যায় দিন ও বাংলাভিশনের ভৈরব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব কে কেক খাওয়ানো, ফুলেল শুভেচ্ছা ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।