জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামীলীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগ অফিস কক্ষ থেকে অজ্ঞাত (৩৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় ভৈরব বাজার হলুদপট্টি আওয়ামিলীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে খোজ নিয়ে জানা যায়, ৫ আগষ্টে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ফলে দরজা জানালা না থাকায় দিন দিন অফিসগুলো ময়লা অবাবর্জনা ও পরিত্যক্ত অবস্থায় আছে।
আজ সকালে স্থানীয়রা দেখতে পায় একজন অজ্ঞাত যুবকের মরদেহ স্বেচ্ছাসেবক লীগ অফিসের মেঝেতে পড়ে আছে। এ সময় যুবকের গায়ে কালো রংয়ের একটি জিন্স প্যান্ট পরিহিত ছিল।
নিহতের প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন, ইনহেলার ও পায়ের পাশে একটি মদের বোতল পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক ওসি ফুয়াদ রূহানী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। যুবকের দেহে কাপড় নেই।
একটি কালো রঙের প্যান্ট পরিহিত রয়েছে। মরদেহের পাশে একটি কালো রঙয়ের গেঞ্জি পড়ে আছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারন বলা যাচ্ছে না।