জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
গতকাল শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহতের ঘটনা ঘটেছে । কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটিতে শনিবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন। গুরুত্বর আহত ৩জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ জুন বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে মানিকদী নয়াহাটির খামাইরা বংশের হুমায়ুন গ্রুপ ও হাবিব মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার পর সন্ধ্যা ৭টায় এলাকায় একটি বাউল গানের আসরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। ১০ জুন সকাল ৯টায় দুই পক্ষের মাতাব্বরগণ আগামী ১২ জুন শালিশী দরবারের সময় নির্ধারণ করেন। মাতাব্বরগণের শালিশী সময়কে উপেক্ষা করে বেলা ১২টায় উভয় পক্ষ লাঠি- সোটা, দা-বল্লমসহ দেশীয় অস্ত্রাদী নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নারী পুরুষসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়।
স্থানীয়রা আরো জানান, প্রতি বছরই খামাইরা বংশের দুই গ্রুপ তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ খান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের সংঘর্ষ হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামীকাল এ ঘটনা মীমাংসার জন্য মাতাববরগণ শালিসের সময় নির্ধারণ করবেন।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। ভৈরবে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঐক্যবদ্ধ হলে এ সংঘর্ষের সৃষ্টি হতো না। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।