জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি: দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভির ১৫ বছর পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদের আয়োজনে সোমবার সকাল ১১ টায় ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে কেক কাটা, ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ফারুক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ,একুশে টিভির ভৈরব প্রতিনিধি কাজী ইসফাক আহমেদ বাবু, বাংলা ভিশনের ভৈরব প্রতিনিধি সত্যজিত দাস ধ্রুব, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক আলাল উদ্দিন,বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, জি টিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম , নয়া শতাব্দী ভৈরব প্রতিনিধি এম আর রুবেল ,সাপ্তাহিক অবলম্বন পত্রিকার যুগ্ম সম্পাদক জ.ই পরশ, প্রতিদিনের বাংলাদেশ ভৈরব প্রতিনিধি মিলাদ হোসেন অপু , সময়ের আলোর ভৈরব প্রতিনিধি রাজিবুল হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রাজধানী টিভির ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, এস এ টিভির ভৈরব প্রতিনিধি খায়রুল ইসলাম সবুজ, ,আরটিভি ভৈরব প্রতিনিধি আল-আমিন টিটু, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট বার্তা সম্পাদক নাজির আলামিন, ডিবিসির ভৈরব প্রতিনিধি আফসার হেসেন তূর্জা,নাগরিক টিভির ভৈরব প্রতিনিধি রিদয় আজাদ আনন্দ টিভির ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, ও আমাদের নতুন সময় ভৈরব প্রতিনিধি ইমন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি আলহাজ্ব মো. সজীব আহমেদ।
আলোচনা সভায় বক্তারা দীর্ঘ ১৫ বছরের পথচলায় মোহনা টিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেন জন্য ধন্যবাদ জানান এবং আগামীতেও বস্তুনিষ্ঠতার মাধ্যমে পাঠকদের খবরের চাহিদা মিটিয়ে আরো বহুদূর এগিয়ে যাওয়ার আহবান ও সাফল্যতা কামনা করেন।