জ.ই পরশ, ভৈরব সংবাদদাতা:কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ শনিবার সকালে শহরের দূর্জয়ের মোড় নুরানি মসজিদের সামনেব এই কর্মসূচি পালন করে তারা।
ভুক্তভোগী পরিবারের সদস্যের দাবী, ভূমি দূস্যু জমসের আলি ও শাহেদ আলি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি দখল করে গোপনে অন্যত্র বিক্রি করে দেয়। এ ঘটনায় প্রতিবাদ করলে লন্ডন প্রবাসী জাকির হোসেনের ভাই জাহাঙ্গীর আলম ও বোন নাজমাকে প্রাণনাশের হুমকি দেয় ভুমি দূস্যুরা। ভুক্তভোগীরা আরো বলেন গত ৪/১০/২৪ তারিখে সকাল ১০টার সময় বাড়ির গেইট ও ঘরের তালা ভেঙ্গে বাড়িতে বে -আইনি প্রবেশ করে ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শেখ শাহেদ আলী, তার স্ত্রী এবং জমশেদ আলী বাড়িটি দখল করেন । ভুক্তভোগীরা মানববন্ধনে বলেন প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম ও বোন নাজমা বেগম প্রতিবাদ করায় বর্তমানে তাদের জীবন হুমকির মুখে আছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে ভৈরব থানায় লিখিত অভিযোগ তদন্তাধীন আছে বলে জানান ভৈরব থানার অফিসার ইনচার্জ হাসমত উল্লাহ।