২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ১:৪১| শীতকাল|

ভৈরবে সাংবাদিকদের সাথে যৌথবাহিনীর মতবিনিময় সভা

জ.ই পরশ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪,
  • 52 Time View

আজ বৃহস্পতিবার দুপুর সারে ১২টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার সম্পর্কিত অভিযান এর বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিয়ম করেন প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

উক্ত মত বিনিয়ম ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি।

প্রধান হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন, ক্যাপ্টেন মো. রায়হান রেজা, ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, যুগান্তর প্রতিনিধি ও টেলিভিশন জানালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আসাদুজ্জামান ফারুক, প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুমন মোল্লা, বাংলাভিশন এর ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস দ্রুব, এশিয়ান টিভির সজীব আহমেদ, জিটিভির এম এ হালিম, সমকালের রিপন নজরুল, নয়া শতাব্দীর এম আর রুবেল, মুভিবাংলার শামীম আহমেদ প্রমুখ।

এসময় মতবিনিময় সভায় ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন বলেন, ২০০৯ সাল থেকে যতগুলো অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিলো সেগুলোর লাইসেন্স বাতিল করেছে অন্তবর্তীকালীন সরকার। এবং বাতিল করা অস্ত্রগুলো থানায় জমা দিতে বলা হয়েছিলো। যেগুলা জমা দেয়া হয়নি সেগুলা উদ্ধারে অভিযান পরিচালনা করবে যৌথবাহিনি।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর ওইদিন বিকালে ভৈরব থানা লুটপাট, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। লুটে নেয় থানার অনেক অস্ত্র পরে ভৈরববাসীর সহযোগিতায় অনেক অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এরপরও অনেক অস্ত্র দুষ্কৃতিকারীদের কাছে রয়ে গেছে।

সরকারের পক্ষ থেকে বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনার নির্দেশনা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।

অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন লে. কর্ণেল ফারহানা আফরিন ।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ভৈরবের লাইসেন্সকৃত ১৫টি অস্ত্রের মধ্যে থানায় ১৩টি ও ঢাকায় ২টি অস্ত্র জমা হয়েছে।

তবে থানা থেকে লুট হওয়া ২১টি অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী কাজ করবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় ভৈরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ