জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
২৬ হাজার ৭শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর মেসার্স আপন মেজর ফ্লাওয়ার মিলের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালানটি আটক করেন।
এসময় মাদক পাচারে জড়িত একটি মিনি ট্রাক জব্দ ও দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বুড়িপুকুর গ্রামের নুরুল আফসারের ছেলে আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবান জেলার লামা উপজেলার হারগাজা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ হেফাজ উদ্দিন (২২)।
আজ শুক্রবার বেলা ১১টায় ভৈরব র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।
তিনি বলেন, অভিনব কায়দায় মিনি-ট্রাকের বডির নিচে চেসিসের ভিতরে রক্ষিত ২৬ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া পাচারের গোপন সংবাদ পায় র্যাব। পরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিসহ ওই মাদক ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।