জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ৫০ বোতল স্কার্ফ সিরাপসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ২২ অক্টোবর সন্ধ্যায় র্যব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ভৈরব বাজার পৌরসভার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত মাদককারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলার মোঃ হেলাল মিয়ার ছেলে মোঃ সাগর (২৩)। এসময় উপস্থিত লোকজনের সামনে আসামীকে তল্লাশী করলে তার হেফাজত থাকা ৫০ বোতল স্কার্ফ সিরাপ ও মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং মাদকবিক্রয়ের নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
আটককৃত বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে ভৈরব থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে ।
এ বিষয়ে ভৈরব ক্যাম্পের সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস রিলিজে আজ দুপুরে জানান আটককৃত আসমিকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদক চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে আসছিল। আটককৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।