জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে ৬’শ ৫০ জন এতিম,বিধবা অসহায় দুঃস্থ পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরন করা হয়েছে ।
আন্তজার্তিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রিফর্মস এর ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধায় হাজী আসমত আলী এতিম বালিকা ও জোবায়দা ওয়াজির এতিম খানার ৬’শ ৫০ এতিমদের মাঝে প্রত্যেককে ২ কেজি করে কোরবানির মাংস বিতরন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাংস বিতরন করেন কাতার চ্যারেটির কান্ট্রি ডাইরেক্টও ডাঃ আমিন হাফিজ ওমর,মিসেস সাগরিকা আমিন,হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী প্রমূখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী,কাতার চ্যারেটি বাংলাদেশ অফিসের ফিল্ড অফিসার মো: নুরুল ইসলাম, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ম্যানেজার মোজাহিদুল হক শুভ,প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব,হিসাব রক্ষক মুজিবুর রহমান,দক্ষতা উন্নয়ন বিভাগের প্রজেক্ট ইনচার্জ ইকরাম বখস, ঢাকা সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মার্ক অধিকারী সহ আরো অনেকে ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ও নাট্য অভিনেতা সাঈদুর রহমান বাবলু ।