জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। (২০ জুন) মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের ম্যাধমে ভৈরব পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭৩ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৮৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।
বাজেটে আয় ধরা হয়েছে ৭৩ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৮৯০ টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ৪৬৩ টাকা। পানি সরবরাহ শাখা থেকে ১ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৬২১ টাকা। এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার ৮০৬ টাকা।
বাজেট অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পৌর মেয়র ইফতেখার হেসেন বেনু জানান, বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। এছাড়া মশা নিধনের জন্য নতুন ফিগার মেশিনের ব্যবস্থা করা হয়েছে, বিশুদ্ধ পানির জন্য নদী থেকে পানি উত্তোলন করে পানি শাখার মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে, নতুন করে পানির লাইন সরবরাহ করা হবে এবং যত্রতত্র যেন ময়লা আবর্জনা ফেলা না হয় সেজন্য ময়লা ফেলার ডাম্পিং এর জন্য নিজস্ব জায়গা ক্রয় করা হবে।
পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মোঃ আক্তারুজ্জামানের সঞ্চালনায় প্রস্তাবিত বাজেটে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মমিনুল হক রাজু,পৌর সভার সচিব মো.ফারুক হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ বাদশা আলমগীর,সহকারি প্রকৌশলী মো.শাহজাহান মিয়া, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ।
এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।