মোঃ আল আমিন, ভোলা:
দীর্ঘ একযুগ পর আনসার ও ভিডিপি কর্মকর্তা পেল মনপুরা উপজেলাবাসী। আজ সোমবার মোঃ মোস্তাফিজুর রহমান নামে ওই কর্মকর্তা উপজেলা কার্যালয়ে এসে যোগদান করছেন।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আনসার ও ভিডিপি মহিলা প্রশিক্ষিকা অঞ্জলি রানী দাস।
যোগদানের পর নতুন এই কর্মকর্তা বলেন, মনপুরা উপজেলার প্রত্যেক ইউনিয়ন দলনেতা দলনেত্রী এবং আনসার কমান্ডার সকলেই মিলে আমরা মনপুরা উপজেলা আনসার ও ভিডিপি বাহিনীকে একটি মডেল আনসার ভিডিপিতে রুপান্তরিত করার চেষ্টা করব। আপনারা সকল দলনেতা ও দলনেত্রী আনসার ও ভিডিপির সকল কর্মকান্ডে আপনাদেরকে যোগ্য করে তুলবো, আপনারা আপনাদের দায়িত্বকে সবসময় শ্রদ্ধার সাথে পালন করবেন।
তিনি বলেন, মনপুরা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে যতগুলো আনসার ও ভিডিপি ক্লাব আছে প্রতিটি ক্লাবকে সচল করে বাহিনীর কর্মকান্ডকে বেগবান করা হবে।