নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় সিএনজি চালকের মারধরে গুরুতর আহত হয়েছেন মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার সকালে লেবুতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত মাহবুব একই ইউনিয়নের তারাকান্দী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডের সুপারভাইজার।
আহত মাহবুবের স্বজনরা জানান, গত মঙ্গলবার (২০ই জুন) গাবতলী থেকে সিএনজি চালিত অটোরিকশায় মনোহরদী আসেন এক নারী। এসময় ওই যাত্রীর কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করেন সিএনজি চালক জহির। এ বিষয়ে স্টেন্ডের সুপারভাইজার মাহবুবের কাছে অভিযোগ করেন তিনি। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে চালক জহিরকে জিজ্ঞেস করেন মাহবুব। এতে জহির ক্ষিপ্ত হয়ে মাহবুবকে মারধরের হুমকি দেয়।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে সিএনজি অটোরিকশায় মনোহরদী আসছিলেন মাহবুব। লেবুতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আসলে ১০-১২ জন লোক তার সিএনজি গতিরোধ করে।
এসময় নোয়াকান্দী গ্রামের শাহজাহানের ছেলে সিএনজি চালক জহিরের নেতৃত্বে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মাহবুবকে মারতে থাকে। তাদের ভয়ে অন্যান্য যাত্রী এবং আশপাশের কেউ এগিয়ে আসেনি। লাঠি এবং ধারালো অস্ত্রের আঘাতে মাহবুব গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘মাহবুবকে মারধরের বিষয়টি জানতে পেরেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’