নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীতে অভিযান চালিয়ে প্রায় ১হাজার মিটার চায়না দুয়ারী ও ৬শত মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মাছ সংরক্ষণে মা ও পোনা নিধন বন্ধের নিমিত্তে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জিয়া উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জিয়া উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রহ্মপুত্র নদীতে অভিযান চালিয়ে ১৬শত মিটার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। অভিযানের বিষয়টি টের পেয়ে জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি।এ সময় সহযোগিতায় ছিলেন মনোহরদী থানার পুলিশ ফোর্স।