নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদীতে পুকুর থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেজাউল করিম এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মো.রেজাউল করিম জানান, উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামের মূল সড়কের গাঁ ঘেঁষে অবস্থিত বড় একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বালু উত্তোলন যন্ত্রটি সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।অপরাধ স্বীকার করায় অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।