নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ টায় চালাকচর ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চালাকচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমন আলম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক নাজমুল কবির।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। প্রধান অতিথির বক্তব্যে সাদি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য রয়েছে। ছাত্রলীগ একটি সুশৃংখল সংগঠন। মেধাবী ছাত্র ও দক্ষ সংগঠনকরা এই সংগঠনের পদে আসবেন। তাই সকলকে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ছাত্রলীগকে এগিয়ে নিতে হবে।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশনা প্রদান করেন তিনি।
এছাড়াও সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু,চালাকচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু নিখিল চন্দ্র মোদক,উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সম্মেলনের ২য় অধিবেশনে শেখ তৌফিকুল ইসলাম সুমনকে সভাপতি ও মো.আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১বছর মেয়াদী কমিটি ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমন আলম ও যুগ্ন আহবায়ক নাজমুল কবির।