নিজস্ব প্রতিবেদক:নরসিংদীর মনোহরদীতে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মাসব্যাপী বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা গ্রামে মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন একদুয়ারিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচি অনুযায়ী গাছ লাগান, পরিবেশ বাঁচান এর আওতায় উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চঙ্গভান্ডা মোরগ বাজার হইতে হাতিরদিয়া বাজার সংযোগ সড়কের দু,পাশে প্রায় ২শত গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.বাচ্ছু মিয়া,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল হক সোহেল,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর কাজল এবং বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক জানান,আমার ইউনিয়নের প্রত্যেকটি সড়কের দু,পাশে বৃক্ষ রোপন করার উদ্যোগ নিয়েছি।যেখানে থাকবে বনজ, ওষধি ও সৌন্দর্য বর্ধন গাছের চারা।এই কার্যক্রম মাসব্যাপী পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি।