নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপন।
তিনি আনারস প্রতীক নিয়ে ৩৩ হাজার ৮১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতিক নিয়ে ১৪হাজার ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. তৌহিদ সরকার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বই প্রতীকের আব্দুল কাদির মৃধা পেয়েছেন ১১ হাজার ৪৭৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে ২৪ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহনাজ পারভীন শিল্পী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮০৬ ভোট।
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান মঙ্গলবার রাত ১২টায় বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।