২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রজব, ১৪৪৬ হিজরি| বিকাল ৩:৩১| শীতকাল|

মনোহরদীতে উপজেলা প্রশাসনের  সুপেয় পানির বুথ স্থাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪,
  • 57 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে স্থাপন করা হয়েছে সুপেয় পানির বুথ। যেখান থেকে পথচারী-সাধারণ মানুষ বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন খেতে পারছে।
আজ শুক্রবার (২৬শে এপ্রিল) বেলা ১২টার দিকে মনোহরদী  বাসষ্ট্যান্ডে ওই কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।
এই বিষয়ে এক ইজিবাইক চালকের সাথে কথা বললে তিনি জানান, (ইউএনও) ম্যাডাম যে বিনামূল্যে পানির ব্যবস্থা করেছে তা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। এই গরমে গাড়ি চালিয়ে বাসস্ট্যান্ড এসে এক গ্লাস ঠান্ডা স্যালাইনের পানি খেলে শরীরে অনেকটাই আরাম পাওয়া যাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, চলমান  তীব্র তাপদাহে সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক ও  যাদের কায়িক পরিশ্রম হয় তাদের  পানি পান এর সুবিধার জন্য এই  ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও অধিক পরিশ্রমী ও ঘর্মাক্ত পথচারীরা যেন খাবার স্যালাইন খেতে পারে তারও ব্যবস্থা রয়েছে।
এছাড়াও তিনি বলেন, যতদিন এই তাপদাহ থাকবে, ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।
উপজেলার হাতিরদিয়া ও চালাকচর বাসষ্ট্যান্ডে আরও দুটি সুপেয় পানির বুথ স্থাপন করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ