নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর মনোহরদীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দেশের এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, বাস্তবায়নের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও লেবুতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী (কর্মকর্তা)মো.রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম,এস ইকবাল আহমেদ, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.ফরিদ উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমাহফুজ উদ্দিন প্রমুখ।